Friday, September 19, 2014

ঋতব্রত ঘোষ

ফিরে এসো রিহমান চাকা

এখনো অতৃপ্ত আমি,
রিহমান চতুর্গোলকে কম্পাঙ্কের গতিমান
বিবচ্ছেদনে, কী ঘটে
আমার জানা হয়নি।

এ পর্যন্ত লিখি আমি,
দিনলিপি লিখি ন্যাসের গভীর স্তরে
বাইরে তখন
ঘাসে লেগে অস্থির হয়েছে বাতাস,
হিম পড়া মাঠে সকালের মিহি রোদ,
আগা ধরে ফুটে আছে সিলোফিনে ঢাকা
হলুদ ঘাসফুল
এটুকুই দেখে, থেমে ঘন কালো মনে
বৈহাটির সান্নিধে লজর লাগাই


রিহমান আয়তন, সংবেদী মাননচিত্রণে
তাই বটে অজানায় স্থিতি খুঁজে ফিরি,
নির্লয় উদ্দেশে আগুসর হই
পাছে ঢাকা পড়ে উঠানের চিরন্তন শ্রয়;
মন জুড়ে পড়ে থাকে তিক্ততা, জানালা জুড়ে জড়ো হয় মেঘ
খন্ডানুগ অণু প্ল্যাঙ-তত্ত্বে, সমীদীপে
ধুসর পর্যন্য হয়
নটের দাশকলা, মোহনের বায়বিক তেস্।

বয়ে শুধু ঋদ্ধ হয় আমার অবশ চোখ,
নিভৃত ঈশ্বরের ব্রক্ষণ্ জ্ঞান, ধরাশির
মুলানুগ দুরদর্শে অভিকর্ষ যন্ত্রণার তেজ
নিছকিই হাইপার- বোলকের অস্তিত্ত্ব
রিহমান গণিতের চিত্তির,
বুঝা গেল অতএব
ধাবমান বসন্যকাল


0 comments:

Post a Comment