Friday, September 19, 2014

পীযূষকান্তি বিশ্বাস

জীবাশ্ম 

তোমার পার্বত্য বক্ষঃস্থলে জিহ্বা স্থাপন করে
আমি অনুভব করতে পারি
তোমার রোমে রোমে জমে আছে
শতাব্দী পর শতাব্দী প্রতীক্ষায় কেলাসিত
জমাট লবণ ।

বেয়নেটের ফলাকায় মাখানো অচেনা বিষ
ঘাড়ের পরে অহরহ বুলেটের নিঃশ্বাস
গ্রন্থিতে গ্রন্থিতে আর ডি এক্সের ধোঁয়া বাঁচিয়ে
তোমার সিঁথি যে আজও যে কোন পাহাড়ি নদি
তুমি যে আজ যে কোন
যুবতী কুমারী নারী ।

পথ চেয়ে বসে আছে বিবাহ বাসর ।

আমি উল্লসিত !
ছায়াহীন অস্থিমজ্জায়
টের পাই আমি শীতল উত্তাপ
তোমার নিঃশ্বাস আমার উর্দি ভেদ করে
মিশে যাচ্ছে আমার শরীরে ।

সার্ভিস যার নো লঙ্গার রিকোয়ার্ড
করেছি শোধবোধ বিংশ বছরের ঋণ
অস্ত্র দিয়েছি ফেলে, উর্দি দিয়েছি খুলে
এখন আমার উত্তপ্ত অলিন্দে, তোমার খোলা বুক
তোমার আর্দ্র চোখে আমার স্বপ্ন স্বাধীনতা ,

তোমার হাতে রেখে হাত, কপালে আটকে রেখে হাড় সাদা করোটি
গভীর তৃষার্ত চোখে ডুবিয়ে
অস্থিহীন চোখ

এক চুমকে শুষে নিয়ে সমস্ত কামনা
কানে কানে একটা কথাই বলতে এসেছি

আর পারছিনা কবিতা,
আমার পিপাসিত হৃদপিন্ডে
তোমার একবিন্দু রক্ত ছুঁইয়ে দাও

আমার অশরীরী আত্মা জীবাশ্ম হয়ে যাক ।


0 comments:

Post a Comment