Wednesday, July 9, 2014

অনুপম মুখোপাধ্যায়

শাইলক  রিভিজিটেড, একটি পুনরাধুনিক প্রয়াস

হাতে হাত রেখে নাচ
ছে। বিড়ি খায় না এমন একটা লোক
বিড়ি নিয়ে কথাবাত্রা বলছে। সকলের সম্মতি
একজনের উল্লাসে
মাধ্যাকর্ষণ উলটে দিতে চাইছে
শাইলক
সে এক ফেটে পRছে প্রজাপতি
ঋণাত্মক
ধ্বণাত্মক
আলাদা আলাদা আলাদা
জ্যামিতির সূত্র ধরে একেক রঙ চামড়া চেয়ে নিচ্ছে
ধরা যাক চাইতে চাইছে নাপাঁজরা ছায়া ছিঁড়ে
এক অংশ মাংসধোয়া আলোআরেক থাবা
রিপোর্টে
সুপক্ক
জাফরান ছাড়াই
দয়াবান খেয়ে যাচ্ছেনআরে!!!!
খেয়েই যাচ্ছেন


2 comments:

  1. খুব ভাল লাগল কবিতা...ভাবনাগুলি খুঁজে ফিরতে হয়...এ খোঁজায় আনন্দ আছে...ধন্যবাদ কবিকে।

    ReplyDelete