Friday, September 19, 2014

দেবায়ুধ চট্টোপাধ্যায়

খুচরো প্রেমের ইস্তেহার


ব্রজবুলিতে লিখছি তাকে প্রেমপত্র যত 
ততই মরে গেছে আমার অতীতগামী ভাষা 
সোঙরি তার অভিমানের মনমরমী ক্ষত 
বুঝেছি প্রেম তোমার মতো মানে না প্রত্যাশা


বৃষ্টির মতো যেন ফিরে আসে ওল্ড মংক দিন 
আবেলি বেলার ঘ্রাণে ভিনটেজ উষ্ণতাগুলো
দিল্লী নয়ের বুকে বাসা বাঁধে বন্ধুর ফ্ল্যাটে 
আর বাকি সব কিছু উড়িয়ে দেবার মতো ধুলো 


মুঠো মুঠো পাগলামি রোল করো কাগজে ও রোচে
বলে দাও যৌবন নিষিদ্ধ বিষ পোড়া ধোঁয়া 
রাতের গলিতে অটো, টলে টলে বাড়ি ফিরেছ কি? 
আসলে কবিতা লেখা নিজের সোহাগে নিজে শোয়া





0 comments:

Post a Comment