Thursday, December 25, 2014

কৃষ্ণেন্দু ঘোষ

তিনটি স্বনামি অণু-কবিতা

(১)
যাত্রা
যখন না পরেই চলে যাবে, তোমার 
সাধের জুতো জোড়া;
তবে  যাত্রায় এতো হই-চই, এতো 
আড়ম্বর কেন?

(২)
স্পর্শ

সেই কবে থেকে...
       যখনই ঝড় ওঠে;
তুমি আমার সংজ্গাহীণ কপালে 
  ভিজে হাত রাখো 
আর আমি সবুজ হয়ে উঠি

(৩)
শব্দ

নিস্তব্ধতার গভীরে যাও,
তরঙ্গ-পথ ধরে ;

সেখানে শব্দ আছে ৷


0 comments:

Post a Comment