বিজ্ঞপ্তি

ফেরারির পরবর্তী সংখ্যার জন্য লেখা আহ্বান করলে নিন্মলিখিত বিভাগে লেখা পাঠানো যাবে।

বিভাগ
কবিতাঃ     গুচ্ছ কবিতা, অনুকবিতা, দীর্ঘ কবিতা, কবিতা বিষয়ক গদ্য, অনুবাদ কবিতা
প্রবন্ধঃ       যে কোনও বিষয়ের উপর (১০০০ শব্দের মধ্যে )
গল্পঃ        যে কোনও বিষয়ের উপর (২০০০ শব্দের মধ্যে )
অনুগল্পঃ   যে কোনও বিষয়ের উপর ( অনধিক ৫০০ শব্দ )
মুক্তগদ্যঃ   
(১৫০০ শব্দের মধ্যে)
ভ্রমণঃ       ছবি সহ পাঠান (১৫০০ শব্দের মধ্যে)
ছবিঃ         আঁকা, তোলা ছবি( ছবির নামকরণ আবশ্যক),  বিবরণ (অপশনাল)


নতুন বইঃ
আপনার প্রকাশিত সাম্প্রতিক বই (বই এর নাম , লেখকের নাম , বই এর প্রচ্ছদ ছবি, প্রকাশের তারিখ, মূল্য, প্রাপ্তিস্থান, লেখক ও বই সম্পর্কে দু চার কথা জানাতে হবে )

গ্রন্থ আলোচনাঃ বিভাগটি আমন্ত্রণ মূলক ।


লেখা মৌলিক হতে হবে।
প্রকাশিত লেখা (প্রিন্ট,  ই-পত্রিকা, ব্লগ ) বা ফেসবুক এ দেওয়া লেখা গৃহীত হবে না।

লেখা পাঠাবেন অভ্র তে টাইপ করে। পাঠাবেন ওয়ার্ড ফাইলটি।  পি ডি এফ , ছবি ফরম্যাট জমা হবে না।
লেখা পাঠাবার ই-মেল ferarifacebook@gmail.com
ই-মেল সাবজেক্ট অবশ্যই ব্লগ পত্রিকা লিখবেন। 

একাধিক বানান ভুল থাকলে লেখা বাতিল হবে।
যে কোনও বিভাগে অন্তত তিনটি লেখা জমা না পড়লে সেই সংখ্যার জন্য বিভাগ বাতিল হবে।

* শব্দ সংখ্যা বিবেচ্য।


0 comments:

Post a Comment