Saturday, October 17, 2015

সুদীপ দাস

বাসা বদল


একটু পরে এই ঘরের
দরজাটি চির অচেনা হয়ে যাবে;
ফাঁকা ঘরে ধূলো-বালি ধাক্কা মারে নাকে
সুখ  দুঃখের
অতীত সময়
খেলা করে
ফাঁকা হয়ে যাওয়া চিরচেনা এই ঘরটিতে
নামহীন বেদনা উড়তে থাকে
ম্লান আলোর ডানায়
বিদায়শব্দটি মৌনব্রত

জীবনের পদশব্দ
অতীতে আটকে যায়




0 comments:

Post a Comment