Saturday, October 17, 2015

সৌম্যদীপ মুখোপাধ্যায়

খেলাঘর  

সেই, সে তো নিভে গেছে,
তুচ্ছের ফুঁয়ে।
তবু, তাকে ধরে রাখি, আগলে,
স্মৃতিগাছ ছুঁয়ে। বাকিরা,
হাত ছেড়ে হারিয়েছে, কুয়াশার ভিড়ে।
এখানে মৃত্যু আসে রোজ,
গান গায়, শুকনো ফুলের শরীরে। 


0 comments:

Post a Comment