
সেই, সে তো নিভে গেছে,
তুচ্ছের ফুঁয়ে।
তবু, তাকে ধরে রাখি, আগলে,
স্মৃতিগাছ ছুঁয়ে। বাকিরা,
হাত ছেড়ে হারিয়েছে, কুয়াশার ভিড়ে।
এখানে মৃত্যু আসে রোজ,
দীপাবলি ১৪২৫
একটি সাহিত্য বিষয়ক ই পত্রিকা
An online literary journal in Bengali-language.
প্রচ্ছদ - চিন্ময় মুখোপাধ্যায়
সম্পাদক – সঞ্জীব চট্টোপাধ্যায়
0 comments:
Post a Comment