Thursday, November 8, 2018

বিশ্বজিৎ লায়েক

বিজ্ঞাপন বিরতি 


পৃথিবী আর মহাবিশ্বের মাঝে
অই বিশ্বাস অবিনশ্বর
অই আবেশ আকষ্মিক
অই প্রতিসরণ অলীক পর্যটন

এবার রচিত হবে অপমান
                ক্ষুর চালিয়ে
কে কাকে চমকাচ্ছে
সসপ্যানে সেদ্ধ হচ্ছে ডিম
লন্ড্রীর ভিতর ঢুকছে লাল
, নীল, পতাকা
খাদ্য ও খাদকের একটাই সম্পর্ক
                         ছিদ্র অন্বেষণ


বিছানায় এসো। ঘুম আসছে না বলো।
নিজেকে নিজেই কাতুকুতু দিয়ে হাসাচ্ছ।
ছাদে অ্যান্টেনায় ঢুকে পড়ছে নীল
, সবুজ
হলুদ রঙ
কীভাবে মেলছো অশান্তি
অবিকল অব্যবহৃত ছিদ্রপথে
                         সাঁকোয়
                              সম্পর্কে
                                  গূঢ় ও গোপন
                                        মন্ত্রটুকু
পৃথিবীর ঘরে ঘরে এখন রাত্রির অসুখ


জিজ্ঞেস করোনি খেয়েছি কিনা
ডুগডুগি বাজিয়ে চলে যাচ্ছে খেলনাওলা
সারা দুপুর অই জলে
, কাদায়
                               নিভেছে বারুদ
কেউ বর্ষায় এসে চলে যাচ্ছে বসন্তে
কালো জিরের দাগ লেগে আছে মনে
তুমি ফিরবে না
আমি একা একা বাড়ি ফিরে স্নান সেরে দেখি
ফুল ফোটে না
, পরাগরেণু উড়ে বাতাসে
কতটুকু উষ্ণ অই হৃদয়
আমার রাগের চেয়েও জেদি আর প্রবল জাগতিক
তুমি ফুরিয়ে গেছো জেনেও
শিরদাঁড়া সোজা রেখে ফিরতে হয়
পোড়া মাটির ঘরে
মনখারাপের উর্ধ্বে আমার ফেলে আসা
                              শুদ্ধ মফস্বলে


আপাতত শেষ বলে
আয়নার সামনে দাঁড়ালাম

নিজেকে চিনতে কষ্ট হল
খুব দৈর্ঘ্য-প্রস্থে বেড়েছে আগুন
           ক্রমশ
              নিজেকে
                অচেনা লাগছে এই আলোয়
প্রতিটি ঘোরের পিছনে
কেন অশ্রুবাহী শোকের শ্রাবণ
মনখারাপ পাঠিয়েছ বিষণ্ণ জলে



0 comments:

Post a Comment