Thursday, November 8, 2018

তাপসকিরণ রায়

শ্যাওলা

প্রেমগুলি শ্যাওলা হয়ে যাচ্ছে,
রঙিন মাছের ঝাঁক এভাবেই গর্ভবতী হয়ে যাচ্ছে
হাওয়া  মাটিতে আপনি আপনি বীজ বপন হয়ে যাচ্ছে,
অযাচিত সমর্পণ ঘটে যাচ্ছে,
নারীর জঙ্ঘাদেশ বদলে যাচ্ছে
আর সেগুলি উঠে আসছে হাওয়া  মাটির স্পর্শে
একটা চুমু জন্ম নেমে 
এমনি মোহে অজন্মা হয়েছিল,
অকাল  দুর্ভিক্ষের বন জ্বলে খাক হতে পারেনি
তবু আগামী আছে, শরীরের গভীরে
একটা ভ্রূণ গেঁথে গেছে  আগাছা জন্মাচ্ছে,
একটা নর বীজ মাটিতে পুতে যাচ্ছে
শত শত আগাছার মাঝে জন্ম  মোহ
ঝকমারি ইলিগল এলিমেন্টস




0 comments:

Post a Comment