Thursday, November 8, 2018

পিন্টু ঘোষ

মৌতাত

এ কোন স্পৃহায়, ভ্রমে মধুকর ওড়ে
                                 প্রায়ান্ধকারে
হসন্তিকা'র স্পর্শে ফিরে পায় প্রাণ
অযুত চিহ্ন আঁকে অশক্যে অভিলাষে
এবার চোখ খোলো হে মালঞ্চ
দেখো পুষ্পে কীটের সহবাস
কিভাবে গজলের সুরে রচিত হয় এক
                                 অপূর্ব মৌতাত
                   
রক্তস্নাত

একটা সম্পর্ক তুলে রাখো আগুনের পাশে
                    অথবা
একটা চরম সত্যের পাশে লিখে রাখো সুখ
শুধু অন্বেষণে ফুরালো দিন, কেটে গেল বেলা
                 এখন
পড়ে থাকা সম্বলটুকু ধ'রে বাঁচো, বাঁধো বুক
আঁধার জঠরে উঠেছিল ডাক ; স্তুতি
শুধু রক্ত স্নানে প্রাণের আহুতি ...
                        যা কিছু ছিল হৃদয়জাত
                        সবই আজ রক্তস্নাত
সবই আজ রক্তস্নাত




0 comments:

Post a Comment