Thursday, November 8, 2018

সুদীপ চট্টোপাধ্যায়

ফেরারি

মৃত মাছ, তোমার চোখের পাশে ধূপ জ্বাললাম
হাঁটু মুড়ে বসে দেখিকিশোরবেলার সেই প্রসারিত মাঠ
                        স্ফটিক স্ফটিক তার স্বচ্ছ আবাস
শরীরে রুপোলি ঢেউ
প্রবল সাঁতারু নই, জল দেখে বারবার পিছিয়ে এসেছি
এসেছি হাওয়ার কাছে, সাগরদুহিতা সে

মৃত মাছ, তোমার চোখের কালো সাবধানে তুলে
                              খুঁজেছি তেমন কেউ
কপালে পরিয়ে দিয়ে বলাযায়সাবধানে ফেরো
                 অথবা না আসো যদিসাগরবেলায়
চোখের লবণ ছুঁয়ে ওই কালো টিপ
                 স্নানঘরে রেখে দিও ভেজা আয়নায়



2 comments: