Thursday, November 8, 2018

সঞ্জীব চট্টোপাধ্যায়

তুলাদণ্ড


অর্থবহ নয়, তবু তাকে দিতে হবে পরমার্থ
সেইমত বৃত্তডাক, জলধিতরঙ্গ, লতাগাছ
নভোনীল আকাশ
কুসম ভাঙা মেঘ দিগম্বর
তুমুল তুলোট ভারী, গলে পড়ে জল


গাঁট গুনি, ষোলআনা
অক্ষরে অক্ষরে পরোয়ানা
জারি করি চোখের গোসল
ডুব দাও, মুষলধারায়।

যেভাবে কেটেছে দিন
কলমেরা কালি, এখানে সেখানে
আলাপ বুনেছি নেশাতুর স্বরলিপি যেন
সুতোগুলো পৃথিবীর গতি মাপছিল আর তলপেট।






0 comments:

Post a Comment