Thursday, November 8, 2018

রবীন বসু

অন্যতর জলযাত্রা

মধ্যরাতে আড়ি পাতে কারা? কারা শব্দহীন মাঠ প্রান্তর
পেরিয়ে ভাঙা কালভার্টের পাশে জড়ো হয়?

কবন্ধছায়া আর ওই অক্ষরমালা কবির জানালার পাশে
হাঁটুমুড়ে বসে কী শোনে?

পাঁজরভাঙা কবি মৃত্যুর আগে  অস্ফুটে যে উচ্চারণ রেখেছিল তা কী যন্ত্রণাময় অতীত...

গভীর কোন আপাত সান্ত্বনা খোঁজে? আশ্রয়প্রার্থিত অন্ধকার বিলম্বিত ভ্রমণের শেষে নক্ষত্রখচিত অলক্ষণ

অবশেষে কালভার্টের পাশে জড়ো হওয়া ষড়যন্ত্র
কবির শবদেহ কাঁধে নেয় অন্যতর জলযাত্রায়








0 comments:

Post a Comment