Thursday, November 8, 2018

অনিকেশ দাশগুপ্ত

বৃত্ত 

উৎসর্গে এসো
আমাদের মুলতুবী উপত্যকা 
বিস্তৃত সেতুর অধক্ষেপ
তোমার অনুরোধ জুড়ে ভুল ঠিকানা যেভাবে 
ঘনীভূত তৃষ্ণায়, 
তথাকথিত  মাংসেরা ঢেকে ফেলে নেশাচ্ছন্ন রুহ্
এবং মাংসেরা খোঁজে
                  আরো উন্নত মাংসের বিস্ময়

ভেঙে ফেলা রক্তিম ফুলদানি 
অথবা নিস্তেজ গোল্ডফিশের 
চোখ খোলা প্রাত্যাহিকতায়
        যেভাবে আটকে পড়ে নিজেদের বৃত্ত।


  
বহতা সময়

আরেকবার চোখ বুজি
পুরনো ঘরের মতো খুব চেনা শীতলতা
ঝুল বারান্দায় বিকেলের জীর্ণ আভা
ঘরে ফেরার যত অসম্ভব অনুশীলন
এই ঘরের ভেতর আরো  নিবিড় ঘর
এই ঘরের ভেতর মুখ ফেরানো  বিমর্ষ সময় ...

আমি তোমার দিকে তাকাই তবু আচ্ছন্ন পাহাড়
আমি তোমার দিকে কখনো বিশ বাঁও সংসার ...

নিষেধ,অরণ্য আর স্বতঃস্ফূর্ত জন্তুর দমক 
ঘষা কাঁচ আর নুয়ে পড়া অবকাশে -
এখনো তুমি রাস্তা ভুল করো  ,
এখনো তুমি মাঝদরিয়ায় চেঁচাও
                          ঈশ্বর!হে ঈশ্বর!












0 comments:

Post a Comment