Thursday, November 8, 2018

শুভম মুখার্জী

শীত 

শীতের কুয়াশা আদরের ভিড় ঠেলে চৌরাস্তার চারটে ফুটপাথে 
সমানুপাতিক হয়ে নেমে আসছে,
কবিরা ধোঁয়া হয়ে যাচ্ছে কেটলির আশেপাশে
স্কুলবাস নিপুনতায় বহন করে নিয়ে যাচ্ছে একটি ছোট্ট ডাক্তার
আর একটি বেকার যুবক
নামী মর্নিং স্কুলের বাচ্চার জুতোর ফিতে ধরে ঝুলে আছে একটি আকাশ
সমস্ত শিক্ষা ঝরে পড়ছে মেরুতে বরফ আর পশ্চিমে কম্বল হয়ে।

একটি শীতের সকাল ব্রেকফাস্টে জারি করে যায় সমবন্টনের ক্ষমতা
শিক্ষা অশিক্ষা বেকার ভাতা নতুন প্রেম
সকলেরই সমান ভাবে ঠান্ডা লাগা আবশ্যিক।



0 comments:

Post a Comment