Saturday, October 17, 2015

দন্ত্যন ইসলাম

বাতাস শব্দ 

শীত পূর্ববর্তী সুষম ওম্
একলাফে যখন পাতার গায়ে
                                      ঘর্ষণ দেয়
মেয়েটি তখন চমকে ওঠে
শীত ভেবে শীৎকারকে
ভুলে যায় পাড়া-গাঁয়ের আনন্দ--
মেঘ হেঁটে যায়
মেঘ ভেসে যায়
মেঘ চলে যায়,
আঁধার কাটে না
কুয়াশা কাটে না
বৃষ্টি হয় না

যাবার কালে তারা বলে গিয়েছিল
কয়েক পেঁজা তুলো নিয়ে তারা শরৎ সাজাবে--
তারপর, ভাসতে ভাসতে
হাসতে হাসতে
নাচতে নাচতে
সুন্দর বিকালের পোর্টেট আঁকবে কোনো চিত্রকর





0 comments:

Post a Comment