Saturday, October 17, 2015

জয়াশিস ঘোষ

ডাকবাক্সের সঙ্গীরা 

তোমাকে সমুদ্র ভাবতে পারি  
বনগাঁ লোকালের গোপনীয়তায়  
ঠিক তক্ষুনি এই শহর ক্যামেরা প্যান করে।  
শূন্য থেকে দেখি 
ঘাম চকচকে মৎস্যকন্যার নাভি  
বনগাঁ লোকালে ছড়িয়ে রেখে  
প্রতিদিন বকুল গাছটার মত 
পাতাহীন হয়ে যাও... 
 


বারিষ মন ৯ 

ঘাস জমেছে নরম মনে দূরের বাগান। 
সন্ধে পোঁতা একলা কফি ঠান্ডা হলে নাম রেখেছি  
বিষণ্ণতা কাঁচের গায়ে আছড়ে পড়ে  
বৃষ্টিবেলার প্রথম চুমু ক্লিপ খুলেছে কৃষ্ণকলি  
রুবির মোড়ে ট্রাফিক জমুক জমিয়ে রাখা চুলের কাঁটা 
গল্প বলা সেফটিপিনে 
আর একটি বার আয় রে সখা
ঝগড়া করি বাদল দিনে তবুও মুঠো খুলেই ফেলি
বাক্সবোঝাই হাজার চিঠি ওয়ালপেপার ঝাপসা লাগে
মন খারাপের পদ্য লিখি! দূরের বাগান।
রাত্রি নামে চাদর ঢাকা কফির কাপে
টাইম টেবিল পেরিয়ে গেলে স্টেশন একা জেগেই থাকে...
 



0 comments:

Post a Comment