Saturday, October 17, 2015

প্রসেনজিৎ মজুমদার

দুজন

ফুচকা ফিদা, টুকরো আলাপ, হাজরা মোড়ে
হাতের ওপর হাত রেখে সেই দুজন পোড়ে 

কলেজ শুরু, ক্যাম্পাসী প্রেম, শ্যামসোহাগি
মেয়েটি নাকি আড়াল পেলে দারুণ রাগি 

ক্যান্টিনে চা, খুচরো ঝাড়ি,খুব অভিমান
ক্যাবলা ছেলের স্বপ্ন কিন্তু আকাশ সমান 

দিল দিওয়ানা, ও প্রেমিকা রাগ করোনা 
রুপসাগরে খুঁজতে যাবো আসলি সোনা।

ডুব দেবো খুব চুপটি করে প্রেমসাগরে
সন্ধ্যেবেলা উঠবো ভেসে হাজরা মোড়ে

সূর্য ডুবুক আমার তাতে কি আসে যায় 
সেই যে দুজন রাস্তা পেরোয় শান্ত পায়ে

এমন সময় বৃষ্টি নামে মেঘ সরিয়ে 
একটা শেডে দাঁড়ায় ওরা ছুট্টে গিয়ে।

বৃষ্টি ভিজে সেই ছেলেটি প্রেমিক কবি
মেয়েটি তখন মেঘবিলাসী প্রতিচ্ছবি!

এ নাও শহর তোমায় দিলাম অস্ত্রখানি 
সামলে রেখো অবুঝ দুজন অসাবধানী 



বাবা ও মেয়ে ২  

শিশিরে লেগে থাক তোমার নাম
বৃষ্টিভেজা কাক অচঞ্চল 
আঁচলে ছারখার যে হ্যান্ডসাম 
কাজলে ধ্যাবড়ায় চোখের জল। 

আঠেরো বছরের যে আহ্লাদ 
কোলে ও পিঠে তার স্মৃতির রেশ
মনের চিলেকোঠা এখনও ছাদ 
ফোনের আস্তানা তোমার দেশ।

বয়স বেড়ে যায়, অবুঝ মন 
তোমাকে সাজাতেই জীবন শেষ 
তোমাকে চায় আরও কিছুক্ষণ 
মানে না মন তার এ অভ্যেস। 

তোমার জীবনেও নতুন কাঁধ
নতুন মানুষের বৃষ্টিদিন
নতুন স্বপ্নের গতি অবাধ 
নতুন মানুষেরা খুব রঙিন 

প্রথম প্রেমিকের মনে অসুখ
প্রথম প্রেমিকের ভিজে পোশাক
এবার রাখতে দাও বৃদ্ধ বুক
তোমার দুহাতেই শান্তি পাক!
 


0 comments:

Post a Comment