Saturday, October 17, 2015

সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়

মিনতির বকুল চারা 


মিনতির বকুল চারায় ফুল আসেনি,
কুঁড়ি ধরেই ঝরে গিয়েছে। 
তাই সে তার চারাগাছ তুলে নিয়ে গিয়ে অন্যত্র মাটি দিয়েছে--
সে হাল ছাড়বে না, 
এখানেও না হলে আবারও অন্য কোথাও চেষ্টা দেখবে। 
এদিকে আশ্রমের বিনোদ ছোকরা
না জানি কোথা থেকে মিনতিকে বকুলফুল এনে দিয়েছে; 
মিনতি সে-ফুল তার
চারাগাছের খোঁপায় সাজিয়েছে।


ছোটো ছোটো নুড়ি পাথর 

ছোট ছোট নুড়ি পাথর কুড়োচ্ছে যে ছেলেটা
তার সর্বাঙ্গ আজ নুড়ি পাথর হয়ে যাচ্ছে, 
তাকে আলাদা করে চেনাই আজ মুশকিল হচ্ছে।
অথচ এই সেদিন সে রান্নার কাজ করত,
কিছুদিন কলসারাই, তার থাকার-খাওয়ার-যাওয়ার কোনো ঠিক ছিল না,
সে মিস্তিরির জোগাড়ের কাজ করত
ভোরে রাস্তা ঝাঁট দিত। 
কিন্তু আজ সে যদি নুড়ি পাথর কুড়োতে কুড়োতে 
একেবারে মিলিয়ে যায় তবেই আমি কিছু দূরে 
আবার একটা গ্রহ খুঁজে পাব।






0 comments:

Post a Comment