Saturday, October 17, 2015

শুভ্রা রায়

পূজো এলেই

পূজো এলেই, অনেককে বলতে শুনি
   সে আমাদের সময়ে ছিল
      সেটা কি ? যা ছিল . . . কিন্তু এখন নেই
এই যেমন পূজো পূজো গন্ধ ...
মহালয়ার ভোরে
   তারও আগে নতুন জামার পাটে
      অথবা জুতোর বাক্সটার ভেতরে ৷
এমনকি ছিল শারদীয়াতেও
   যার জন্য কাড়াকাড়ি পড়ে যেত মা আর কাকীমাতে
      পাওয়া যেত H M V-র শারদ অর্ঘ্যতেও ৷
বেরোত উল্টোরথ, সিনেমা জগৎ বড়দের জন্য
শিশুসাথী আর দেব সাহিত্য কুটির ছোটদের জন্য ৷
এখন হয়েছে থীম, বেড়েছে চটক
   মাকে দেখতে প্রচুর লাইন, পেরোতে হয় বড় বড় ফটক ৷
তখন মা ছিল কাছের, বড় আপনার
   আদরের ধন সকলের সবাকার ৷৷







2 comments: