Saturday, October 17, 2015

অনুপম ভট্টাচার্য

ঘুম

ঘুমিয়ে পড়ার আগে একসময় বলেছিলাম
আমায় ধাক্কা দিও !
আমি ঠিক জেগে উঠবো । 
আজ তোমায় বলি ধাক্কা দেওয়ার পর ;
আমি ঘুমিয়ে পড়বো । তুমি জেগে দেখো ।

দূরত্ব

খোলা আকাশের নীচে দাঁড়িয়ে 
নিজের অস্তিত্বকে খুব ক্ষীণ মনে হয়েছিল ।
একইভাবে বহমান নদীর তীরে,
পাহাড় চূড়ায় ও গাঢ় সবুজ অরণ্যের মাঝেও ;
আমার এই অনুভূতি এসেছিল । 
তোমার মধ্যে বারবার , আমি একটা আকাশ , 
একটি নদী ও অরণ্যের খোঁজ পেয়েছি । 
সেই থেকে তোমার কাছে যেতে আমার ঠোঁট কেঁপে ওঠে ।
 



0 comments:

Post a Comment