Saturday, October 17, 2015

শান্তনু দাশ

শ্রেয়া  

সেই সব বিকেলে তোমার চুলের অন্ধকার আমায় দিকভ্রষ্ট করে ৷
একটু একটু করে হারিয়ে যাওয়ার আগে,
একবার ছুঁয়ে দেখ কতটা আগুন জমিয়ে রেখেছি !
এদিকে রোজ সকালে দখিনা বাতাস, কড়া নেড়ে যায় দরজায় ৷
আমিও বুঝে যাই যাবতীয় হিসেব নিকেশ!
তুমি শুধু মেঘ জেনেছ জেনেছ পাখিদের উড়ে যাওয়া ,
কতটা এগোলে কি কি বিপদ এইসব অঙ্ক কষেছ গোধূলির উঠনে ৷
এদিকে একটা নদীর সন্ধানে
আমি চিৎকার করে ডেকে চলেছি শ্রেয়া শ্রেয়া শ্রেয়া ... 

তন্বীষা 

বুকের উপর এক টুকরো অরণ্য রেখে সে চলে গেছে ৷
তার ওড়না উড়ে গেছে সীমানা পেরিয়ে দূর দিগন্তে ,
যে আকাশ কে ছুঁতে চেয়েছিল সে, আমি জানতাম না তার ঠিকানা ৷
শীতের অলস সকালে সময়ের উল্টো দিকে হেঁটে যাই !
রাতে দীর্ঘ হয়ে ওঠে ফিরে আসার পথ 'তন্বীষা কেমন আছ?
' অন্ধকার গাঢ় হয় শুধু জবাব আসেনা ৷৷ 



0 comments:

Post a Comment