Saturday, October 17, 2015

ফজলে আজিজ আব্বাসী


মৃত্যুবিষয়ক ১ 


ওরা কিছু শোনেনি তো, আজো শুনছে না।
তোমার অভিমান সে তো সবার অচেনা।

ওরা কিছু বলেনি তো! থাকে চুপ করে
পেরিয়েছে ঢেউস্রোত, মেঘও যায় সরে।

ওরা মৃত্যু দেখেনি, শুধু বেঁচে থাকে দেখেনি
মেঘেরা মরে আছিল রোয়াকে।

মৃত মেঘেদের শব জমেছে ঐ ঘাটে
গেরস্থ বেড়াল দেখি, মরণের থাবা চাটে।  
ওরা কিছু দ্যাখেনি যে, কখনো দ্যাখে না,
মৃত নারীদের দেশে, বেড়ে গেছে দেনা।।
 



0 comments:

Post a Comment