Saturday, October 17, 2015

আকাশ গঙ্গোপাধ্যায়

প্রেয়সী


জানি তোমার আঁচড় বিশাক্ত আর আমার মনে সন্ধ্যে আসুক ছেয়ে
আবার লজ্জা দেব হে মানবী
, প্রেমের মতো মিথ্যে কিছু চেয়ে

রাত হাতড়াবে চাঁদ
, ওদের তোমার সাদা জামার বুক পকেটে রেখো
যদি স্বপ্নে আসি
, কয়েকটা রাত তারার দিকে তাকিয়ে জেগে থেকো

মন খামখেয়ালি
, যখন তখন দুপাশ ধরে মেঘ ঘনিয়ে আসে
আছি পা মিলিয়ে
, নাই বা থাকি বাস্তবে, দুই চোখের আশেপাশে

কেউ দোষের বোঝা রঙচঙে এই জীবন দিয়ে সুধরে দিয়ে যায়
কেউ তার দোষেতে সমান দোষি কাঁদতে থাকে একলা অসহায়


2 comments: