Thursday, December 25, 2014

চন্দনকৃষ্ণ পাল

মাত্রা বিষয়ক

মাত্রা  -  ১

আমার আঙুল ঐখানে ব্যর্থ হলো কাল
আঁধারেও ভয় পায় সে আর
সূর্যালোকে চোখ বুজে থাকে
,
এমন নিরেট বোকা আংশিক চাপা এই
পৃথিবীতে আছে আজকাল
?
বিশ্বাসে ঘুণ পোকা দাঁত রাখে ঐ ।

মাত্রা  - ২

কোমলতা ছুঁতে চায় সব জ্যান্ত জীব
তুমিও অংশ এক
,
তবে কোনো লাল ফুটে গালের পরতে
এমন বসন্ত হয় পুড়ে পুড়ে ছাই
কোথায় দূর্বা  - ধান 
?
গঙ্গার চোখে তাই ক্রোধের ভাসান ।
বিশ্বাসের টোল ফেলা গালে দেখি
ব্যর্থতার চোখে মাত্রা ভাসে ।

মাত্রা  - ৩

সূর্যের স্খলিত তাপ তার কোষে
আলো দিয়েছিলো আর কতো ফুলে
রেখেছিলো রঙ ।
তীব্র দুপুর এক লজ্জা ভুলে
গিলেছিলো অনন্য সবুজ ।
শুধুই দীঘল চোখে বিস্ময় উপচে
পড়ার দিন  -
শুনো হে অর্পিতা ।




0 comments:

Post a Comment