Thursday, December 25, 2014

অমিত ত্রিবেদী

দুটো দীর্ঘশ্বাসের মধ্যে...

দীপমালা নিভে গেছে,
আধপোড়া ধূপের আর মুখাগ্নি কোরোনা এখন।
ভাসানের গান গেয়ে ফিরে গেছে গায়েনের দল
আয়োজনের শবদেহে ব্যঙ্গের মতো বাজছে
'গিরি কি অচল হলে---'
কেঁদোনা! আমাকে তন্ময় হয়ে দেখতে দাও
দুটো দীর্ঘশ্বাসের মধ্যে কতটা সিঁদুর লেগে গেছে---

হন্তাকে...

এখনও তোমার চোখে শব্দ পাই, অপৌরুষেয়
তাতে কি খুলবে চোখ
? তাই তো করিনি মোটে হেয়
তোমার হাতের ছুরি
, আঙ্গুলের বিষ অভিজ্ঞান
আমাকে হত্যা দিয়ে শেষ
হলে----
নিয়ে নাও প্রাণ!

ঘাসের আঙটি...

দীর্ঘ ছুটিও তার রিক্ত, সময়াভাবে ভোগে
ভাবে প্রতিবাদী হবে
, তবু সৌজন্যের মতো রোগে
এখনও ভুগছে সে
মানুষকে বিশ্বাস করে
ঠকে যাওয়া অসহন
, তবুও সে হস্তাক্ষরে
লিপির আদিম ঘ্রাণ এখনও সহজ পায়, খোঁজে,
ঘাসের আঙটি কোনও অনামিকা পায় কি সহজে
?





1 comments:

  1. আরও পড়তে চাই। আরও...

    ReplyDelete