Thursday, December 25, 2014

বিশ্বজিৎ বর্মণ

ঘাসজন্ম

তোমার অন্তর্গত যতখানি আকাশ তুমি দখলে রাখো তার থেকে অনেকগুণ বেশি মেঘ 
মজুত করে রাখি
কাউকে বলি না  কারণ  
                   
                         ধীরে ধীরে তোমার ক্ষয়ে যাওয়া স্বভাব 
                         ধীরে ধীরে তোমার দৃষ্টি ক্ষীণ হতে থাকে 

আর মাঝ বরাবর জলবিভাজিকা জেগে ওঠে 

অপরদিকে রাতগুলো বেমালুম ভিজতে থাকে কোনো একগ্রামে, যে গ্রামে তুমি অভ্যস্ত নও
যে গ্রামে কোনো এক কৃষকের বারুদ জমতে জমতে বিস্ফোরণ জন্ম হয়, তবুও ঠিক আছে
গরুছাগল তো নয়, আকাশ আর মেঘের সম্পর্কে ঘাস জন্ম সম্পন্ন হয় এভাবেই আচমকা




0 comments:

Post a Comment