Thursday, December 25, 2014

সোনালী মিত্র

কবি

ঈশ এটা কিন্তু ঠিক হচ্ছে না কবি
তুমি বিনা নোটিশেই যখন তখন হানা দিচ্ছ অন্তঃপুরে

আর আমি নব্য কিশোরীটির মত ডুবে যাচ্ছি
তোমার থেকে তোমার শব্দের শরীরে
.
চরম প্রপাতে বয়ে যাওয়ার পথে
বিছিয়ে রাখছ তোমার দামী নীল পালক

অবুঝ প্রেমিকের মত ঈষৎ হেসে
দিন দিন প্রশ্রয় দিচ্ছ আমার ধেড়ে বয়সের পাগলামি
এ ভাবেই বুঝি তোমার পূর্বজরা প্রশ্রয় দিত
কাদম্বরী না হয় বাদ দিলাম
বনলতা হয়ে সুনীল বাবুর নীরা
মলয় কাকুর অবন্তিকা ও বুঝি অবুঝই ছিল
ভাস্কর বাবুর সুপর্ণা তে এসে
!
তোমার বাড়ির ছাদে সংগোপনে রাখো
চাদের আলোয় পোড়াও
,বৃষ্টিধারায় ভেজাও
লেপটে থাকা নীল শাড়িতে অনুভবে রেখে
খাতার পাতা ভর
, তুমি হলে প্রথম সারির কবি

চিরন্তনী আমরা যুগ যুগান্ত ডুবে গেছি
তোমাতে এসে
ওঠাবার উপায় জানা নেই
পাথরের মত পড়ে থেকেছি
দিন রাতের হিসেব না কসে
!

আর তুমি কবি বড্ড চালাক
আদর করে দাড়ি ঘষে দিয়ে গলায় গালে ঠোঁটে
বল আমার পাগলি সোনা
মুখপুড়ি শেষে পড়লি আমার প্রেমে

ঈশ যেন এত দিন জানতে না
! সোনালী চাঁদ প্রেমে





1 comments: