Thursday, December 25, 2014

বিদিশা সরকার

ঘরোয়া

নজর ফিরিয়ে নিলে
জানলার বাইরের পৃথিবীটা অন্ধকার লাগে।
সুগন্ধি মশলার কৌটো খোলা পড়ে থাকে কবিতা পাড়ায়-

ফিরে গেলেও কিছুক্ষণ থেকে যায় বাদ বিসংবাদের
চাপা কলরোল
ভাবতে ভাবতেই গলির বাড়ির সবচেয়ে উঁচু ছাদে
চাঁদ ওঠে
তুমিও পৌছিয়ে যাও নকল পাড়ায় -

আমাদের ভিনদেশে আবাদের স্বপ্নগুলো
চক্রবৃদ্ধি হারে
জলসেচে কলমির সবুজ সকালে
পড়ে থাকে জনশূন্য
এমন ঘরোয়া !




0 comments:

Post a Comment