Thursday, December 25, 2014

দীপঙ্কর বেরা

অমোঘ সূচনায়

ঘরের ভেতরেই ঘর তৈরি  
আরাম করে আরাম কেদারায়   
হাতছানি দেওয়া উদার সহজ স্রোতের বিরুদ্ধে
হই চই করা অবসরে উল্টিয়ে চলেছে পৃষ্ঠার পর পৃষ্ঠা ;
ভাল করার বড় সদিচ্ছা ছিল
গদি আঁটা চেয়ারের শ্যেন দৃষ্টিতে  অনেকটা সময়
এখন কিলবিল করা অক্ষরে ছেড়ে দিয়েছি পাহারা
মানুষের মৃত্যু তাই সহজ স্বাভাবিক ;
রাস্তার বদল ঘটতে কিছুটা ক্ষমতা দরকার
বলিয়ান নক্ষত্রের সূচনা সৌরঘর বলয়ে রচিত
তারই অংশীদার বার্তায় ঝাঁপিয়ে পড়ছে
অনেক টুকরো টুকরো মুখ চিত্রকলা ।
প্রবাহের বিতৃষ্ণায় প্রবাহ বিবদমান
যুগের বৈচিত্র্য চলেছে সেই গড্ডলিকা ধারায় ।


0 comments:

Post a Comment