Thursday, December 25, 2014

মনোজিৎকুমার দাস

সে যেন এক অহল্যাভূমি

সে এক অনাগ্রাতা প্রস্ফুটিত পুষ্প
আজ সে যেন অহল্যাভূমি।
আজও কোন চাষি লাঙ্গলের ফলায় শান দেয় নি
অহল্যা জমিন চাষের মনোবাঞ্ছায়।
অনূঢ়া সে এক কুমারী
, আজও সে অপাপবিদ্ধ;

অপাপবিদ্ধ, অনাগ্রাতা সে এক কুমারী মেয়ে
কোন অভিশাপে সে আজও এ যুগের একজন অহল্যা।
পুণ্য পদস্পর্শে প্রতীক্ষায় বসে আসে পথ পানে।
অনূঢ়া সে এক কুমারী
, আজও সে অপাপবিদ্ধ;
কর্ষিত হলে সেও অহল্যার মতোই
একদিন জেগে উঠবে।
 


0 comments:

Post a Comment