Thursday, December 25, 2014

অনিন্দ্য মুখোপাধ্যায়

অশরীরী
পুড়বো আমিও ছাই হবো সাদা এক মুঠো ,
হয়ত সেদিন শোক প্রস্তাব পাঠ হবে -
অশরীরী হয়ে হয়ত বেঁচে থাকবো ,
স্মরণ সভায়ধূপের সৌরভে 

জ্বলবো আমিও যেমন জ্বলে রংমশাল ,
হয়ত আমার থাকবে স্মৃতি চিহ্ন -
কেউ বলবে আমি মার্জিত লোক ছিলাম ,
কেউ বলবে ভদ্র না ছাই ! বন্য 


বলবো আমিও আকাশবাণী হয় যেমন ,
হাসবো আমিও এখন যে ভাবে মেঘ হাসে
মনে পড়বে হয়ত যাদের চেয়েছিলাম
হাওয়ায় মিশে থাকবো তাদের চারপাশে 


1 comments: