Thursday, December 25, 2014

তাপসকিরণ রায়

স্বপ্ন

ঘুমের শেষ নেই
অনন্ত ঘুম যেদিন আসবে সে দিন তো ঘুমিয়েই থাকব বন্ধু !
স্বপ্নগুলি খরচ হয়ে যাচ্ছে--ঘুমের দরজার ওই পার
কিছু কল্প কাহিনী শুয়ে আছে,
জীবন সংঘর্ষগুলি জেগে ওঠার তাড়নায় উন্মুখ হয়ে থাকে,
কখনো কথাগুলি সার ধরে হেঁটে চলে-- 
দুঃখ ব্যথার ঝাঁপি খুলে অবিকল ভাবনাগুলি
ঠিক তেমনি হাসি কান্নার জীবনযাত্রা...   

গন্ধ

মনের মাঝে গুটিয়ে রাখা কিছু বুনো ফুল,
তার গন্ধ সব সময় পাই না--
কখনো নির্জনতায় যখন থেমে থাকে সব কিছু
হৃদয় কোলাহলের বাইরে 
কথাও হলুদ রোদ্দুর ওঠে
পরিখা পেরিয়ে সেই ধুলো মাটি মেখে নিই,
অজান্তে হঠাৎ ফুটে ওঠে হৃদয় অভ্যন্তর
আলোকিত কিছু ভাষা,কিছু নির্জনতার বনজ্যোৎস্না ,
অবিকল সেই ঘ্রাণ--
ঈষৎ মহুয়া গন্ধের মাদল বেজে ওঠে,
উৎসব ধুমের ভেতর সেই হাসির রেখাগুলি 
কিম্বা সেই ঘৃণার চৈতন্যগুলি,
সেই স্বেদ বিন্দুগুলি--এক উৎফুল্ল দোলনের মাঝে 
সেই জমাট বাসনাগুলি
...  


0 comments:

Post a Comment