Thursday, December 25, 2014

অনুপম মুখোপাধ্যায়

আর্থ : একটি পুনরাধুনিক কবিতা

পাখি মেরে ঢিল ভাঙছি আমিএই
আহা। ওই ওহো
ফাঁকা। তাই ভেঙে দিচ্ছি আর্থ
ভেঙে ফেলছি না। ভেঙে রাখছি
না
মাটির এই ফুলদানি। ওই
প্লাস্টিকের ফুলগুলোর অর্থ
আর
আহা। আর
ওহো
সাদা ভর্তি জামা বেচে দিচ্ছে
প্রিয় খালি বস্ত্রালয়






1 comments:

  1. ভাবনাগুলো তো খাপছাড়াই । শব্দে তাই স্পন্দন অনুভব করছি। চমৎকার !

    ReplyDelete