Thursday, December 25, 2014

তারাশংকর বন্দ্যোপাধ্যায়

সময় বদলে যায়

ভর্তি
 মিনি বাসের পাদানিতে দাঁড়িয়ে বলেছিলে
আমাকে একটু ধরে থেকো
, পড়ে না যাই।
আমি সেই অনন্তকালটুকু তোমাকে ধরে রেখেছিলাম।
শিব মন্দিরের ছোট্ট দরজায় পড়ন্ত বিকেলের রোদ্দুর মেখে বলেছিলে
ফুলের সাজিটা একটু ধর তো
, আঁচল টা ঠিক করে নিই।
আমি তোমার সেই নিবেদনটুকু ধরে রেখেছিলাম।
জেব্রা ক্রশিংয়ের ঠিক মাঝখানে যখন
সমস্ত লাইট লাল হয়ে গেল
আমি তোমাকে ধরে ছুট্টে পার হলাম বাকিটা
ওড়না ছুঁয়ে যাওয়া গাড়ির শব্দে চমকে উঠে তুমে বলেছিলে
ভাগ্যিস ধরে টেনে নিয়েছিলে আমায়!
এখন আমি অনেকের সঙ্গে এক ত্রাণ শিবিরের মানুষ
ক্রমশঃ নামতে নামতে কখনো আর্ত চিৎকার শুনি
আমাকে একটু ধরে তোল
আমার দিকে একটু হাত বাড়াও।

তোমাকে কোথাও দেখতে পাইনা আর।


0 comments:

Post a Comment