Thursday, December 25, 2014

সায়ন্তনী চট্টোপাধ্যায়

অচেনা রাত

নিয়ন বাতির ফুটপাথে বসে
রাতের গুড়ো দিয়ে
ট্রামলাইন আঁকছি
শোয়ানো রাস্তার ওপর।
শহরে নেমেছে রাতদুপুর।
নিদ্রা দোষ,
অদূরে বসে আছে।
চুপকথারা কবিতা লিখছে
বাহবা কিনবে বলে,
পেশাদাররা সমালোচনার
দোকানে ছায়া খুঁজছে,
পকেটে প্রশংসা।
মার্সিডিজ,
ক্রোটন আলো জ্বালিয়ে
কানে হেডফোনে
ঝংকার বিটস আর
নেশা পান করতে করতে
ফুটপাথ পারকিং জোন
চাকার ছাপ তুলছে
ট্রামলাইন।




0 comments:

Post a Comment