Thursday, December 25, 2014

স্বপন পাল

বদলে যাওয়া দিনগুলি

এখন এসোনা, চোরাবালি রেখে গেছে তৃষ্ণার্ত নদী
মহীরুহ যারা আছে পথে ভরসা দিতে
তারা আজ বড় ভয়ে ভোগে, কীটের সমাজ শিকড়ের
নীচে নীচে করাতকল বসিয়ে চলেছেএসোনা এখনই
এপথেই ভয় আছে, এপথেই নদী পড়ে, তৃষ্ণার্ত বালি
বিশাল গাছেরা ঠিক কখন যে মাথা ঘুরে পড়ে যাবে
এপথে এসোনাএখানে আসার পথ
এভাবেই বন্ধ পড়ে আছে , একে একে ছেড়ে গেছে
সমৃদ্ধ যা কিছু । অশ্বমেধ শেষে খচ্চরের চার পায়ে
ঘুঙুর জড়িয়ে ঘোড়া ঘোড়া খেলা দেখতে অভ্যস্ত হয়েছি ।


0 comments:

Post a Comment