Friday, September 19, 2014

সৌভিক বন্দ্যোপাধ্যায়

ফেয়ারওয়েল ক্যাফে

ফেয়ারওয়েল ক্যাফের টেবিলে আবার দেখা হয়ে যাবে
হাওয়ায় ভেসে আসবে চেয়ার, ও কফির সেই ঘ্রাণ
আমাদের চিনতে পেরে লাইটার এগিয়ে দেবে পুরানো বেয়ারা
হাল্কা জুলাইদিনে বিদায় জানিয়েছিল যারা
ভাঙ্গা গলিপথ বেয়ে এসে
শ্রাবনের ইতিকথা হয়ে যাবে আবার
দেওয়ালে দেওয়ালে ফিরবে চেনা সব হারানো ফ্রেস্কো
ভেজা রোদ এসে কাঁচের দরজায় টোকা দিয়ে যাবে মৃদু
মেনু কার্ডে লেখা হবে তারাদের দাম, আর
হাসি, গান, অভিমান মিশে আলো হয়ে যাবে যেন কেউ
কতদিন, কত রাত চেয়ারে উড়ে উড়ে
কফি খাব নির্বাক সিনেমার মত
কী যে সব কুয়াশা
  মরসুম থেকে তোমাকে দেখতে পাব আবার

ফাঁকা রাস্তায় কেউ নেই, শুধু দূর থেকে তুমি হেঁটে এসে
দেখি, সন্ধে নামার আগে, ফেয়ারওয়েল ক্যাফে হয়ে আছো।


0 comments:

Post a Comment