Friday, September 19, 2014

সেখ সাদ্দাম হোসেন

পর্দার আড়ালে নেমে এসো মেঘ

১.
পর্দার আড়ালে নেমে এসো মেঘ.
বুকের ভিতর সাঁকো পেরিয়ে দ্যাখো
আমি শুধু এক ফকির মাত্র 

২.
সংসারে আছি, সংসার আমার মধ্যে নেই
বৃষ্টির ঠিকানায় দাঁড়িয়ে আছি অবিরল
কেউ বলেছিল, প্রসারিত হও আরও`
আমি সমুদ্র হলাম.
তারপর একদিন পরীটি চলে গেল 

৩.
হৃৎপিন্ডের বাঁদিক ঘেঁষে রাখা আছে ডাকবাক্স
রোদের আয়ু কমে গেলে, অসুখ আসে
কথা শেষ করে সেও চলে যায় 
তারপর অপেক্ষায় ফসিল হয় আঁটকুড়ো রাত
যদি বাড়াও হাত.
ষোলো আনাই বেঁচে যাক মৃত্যুর আবেগ
পর্দার আড়ালে নেমে এসো মেঘ
আরও কথা আছে.. ।।

ইগো

ভীষন অবাধ্য বলে ভুলে থাকছি তোকে
তবু বৃষ্টি পড়লে সরসরিয়ে ওঠে মন
দেখি চৌকাঠ ছুঁয়ে দাঁড়িয়ে আছিস তুই
আধ ভেজা চুল জড়িয়ে আছে তোর গলা
ঠোঁটে সেই অহংকারি তিল .
বৃষ্টির কণা তোর শরীর ছুঁয়ে মুক্তো
আর আমি অপেক্ষায় ফসিল 

আমিও একছুটে বৃষ্টি হতে চাই
মেখে যেতে চায় তোর চোখে মুখে বুকে
কলঙ্ক এখানে সিলেবাস মানে না 
তবুও এখন পা গুটিয়ে রাখি.
ইগো কি শুধু তোর একার-ই আছে ?
তুই-ই বল .
মেয়েদের কি একবারও মান ভাঙাতে নেই ।।

ষোলো-কলার নারী

সম্পাদকীয় কলম, নিলয় অলিন্দে হাঁটছে বিংশ শতাব্দী
ওসব নিয়ে তোমার মাথা ব্যাথা নেই 
রোদ্দুর পেরিয়ে ট্রেনের জংশন
অচেনা মুখে ভরাট শূন্যস্থান, আবার ছুটে যায় চারিদিক
তুমি বসে বসে ভাবো জীবন বৃত্ত

রাজপথে জনস্রোত, শেঁকড় থেকে উপড়ে ফেলবে অপরাধ
ওসব নিয়ে তোমার মাথা ব্যাথা নেই 
উজান নদীর বুকে  বকুল গন্ধ
রাতের ঘোমটা সরলে চন্দ্রপ্রভা, জাগে বাউল উৎসব
তুমি ধরে ধরে আঁকো আত্মার সংকেত

বিলবোর্ডে রামধনু-রঙ,
 তোমাকেই এঁকে গেছে শিল্পীর দল
ওসব নিয়ে তোমার মাথা ব্যাথা নেই 
এক যুবক সিঁথিতে  রেখে গেছে আগুন
তাই সন্ধ্যা নামলেই তুলসীমঞ্চ, আলো, শাঁখ, মঙ্গলকাম্য
তুমি গুমড়ে গুমড়ে খোঁজো সেই মুখ




0 comments:

Post a Comment