Friday, September 19, 2014

সুমন্ত চ্যাটার্জী

বেড়াতার

দেশভাগ। শিবির উপচে ভিড়
কনসেন্ট্রেশন হারাচ্ছে।
একটা পৌরাণিক বেড়াতার।
হাতের ভেতর হাত। তারও ভেতর হাত।
তিব্বতি। মায়ান তবে। মানুষ নয়।
খাবার। সামান্য একটু।
জিরজিরে গাজা কোথায়।
তলিয়ে যাচ্ছে। ঈশ্বরের চোখ।
সামলাও। গ্রানাইট হাতে খাবার।
চলে যায় আধ-গ্রানাইট হাতে।
বেড়াতার কেঁপে ওঠে। অকারণ।

প্যালিনড্রোম

ফারাক আছে দেশের আঙুল।
কুচো কুচো আমি তুমি
ঘেয়ো ভাদ্রমাস নিয়ে তো আর
সোফার স্বপ্ন চলেনা।
ধোঁয়ারাও জানে
মহাশ্মশানের গান স্যালুট
আকাশছোঁয়া।
প্রান্তিক কল্কেটুকুই ...

লুম্পেন

অন্ধ হওয়ার মজাটাই আলাদা,
কখনো রেলিং ধরতে গিয়ে
জাপটে ধরি কোমর,
কখনো বা মেলায়
বেলুন ফাটাতে গিয়ে
বেলুনওয়ালাকে ফাটিয়ে ফেলি,
যারা দেখে
শুধু অবাক চোখে দেখে
শালা, অন্ধ হওয়ার মজাটাই আলাদা!


সিস্টেম

ঘুরে চলে ধাতব চাকা,
কর্কশ ছোঁয়ার ওপর
তোমার সাথে দেখা হতেই
আগুনের ফুলঝুরি হয়ে
মিলিয়ে যায় সময়-
পুরানো আমি ফিরে আসি
নতুন অবতারে!


0 comments:

Post a Comment