Friday, September 19, 2014

বিপ্লব গঙ্গোপাধ্যায়

শব্দ জমিন

শূন্যতা লাফ দেয়  নীরব দর্শক ছাড়া
কেউ নেই আজ...
হারানো বদ্বীপ খুঁজছে বেতাল নাবিক
অপরূপ স্নানস্নিগ্ধ রোদ
স্ফুট হউক কুশল সংবাদ
ডুবসাঁতার
তুলে আনি  শব্দের অনাবাদী  জমি ...



বর্ণহীন

দিনের ধারণা লিখি   কোলাহল
শব্দ স্পর্শে আরক্তিম
স্নায়ু...
হলুদ গন্ধের শাড়ি , সবুজের ঘ্রান
নীল দিগন্তের নীচে মায়াবারান্দার
সুবাস চিনেছি
ধর্ষক ও প্রেমিক
পানকৌড়ি  স্পর্শ  জানে   জন্মান্ধ ধারনা।


0 comments:

Post a Comment