Friday, September 19, 2014

তোফায়েল তফাজ্জল

মেঘের জালে মন
 
মেঘের মাকড়সা দখল নিয়েছে মনে   সুযোগে
উদাসী চুলের ঠিকাদারি পেলো কি কোড়লনাকি ধূর্ত চিলে ?

শৃঙ্খলার কাঙ্ক্ষিত শ্রী  দীনতায়  সকল অঙ্গন;
দর বেঁধে দিয়েও লাগাম টানতে ব্যর্থ 
কেনো সিঁড়ি ডিঙানো দৌড়ের ?
ধনু বাঁকাবাঁক বাঁকাকাস্তে বাঁকা বাজারী সামর্থ্যে
কেবলই কি ঋতু চেনা সঙ্গীতে ফুসলায় অসাধু কোকিল ?

সবার মাঝেই কেনো আজ দাঁও মারা প্রবণতা ?
অবৈধ বিষয় বাগানোর মৃত জীবে ওড়াউড়ি যারা করে এরা কি আসলে নয়  শকুন স্বভাবী ?

রক্ত পিপাসায় মেতে কেনো পরস্পর ? 
 
হায় রে হরিণী ! ভাগ্যের গভীর বন
ফাঁকা করে কারা হিংস্র-আকর্ষণ ডেকে আনে,
দেখভালের মাছ ভাজি পাহারায় রঙিন বিড়াল!
উঁচু বা নিচুর স্তর আজ রসুনের কোয়া ঐক্যে
মাসতুতো ভাইয়ের খেলার কবলে দিন
এমন অনেক প্রতিকূল বাতাসে প আমাদের ঝান্ডা

যে কারণেমেঘের মাকড়সা জালে প্যাচ খেয়ে পড়ে আছে মন



ব্যাঙের সুরে অহিবিষ

বলে থাকোসংকটের  রহিত দেশ
অথচ ব্যাঙের সুরে অহিবিষ  পোকামাকড়ের   
সাবধানী চোখেও ব্যাঙ ভয়!

সাহসী প্রাণের প্রতিদানে লব্ধ অমূল্য ইজ্জত
ঝটকা হিসেবে কি বেচে দেবে
পদ্মার ক'জন দ্রোহীজেলে ?
হিরণ্যগর্ভের এই দেশ চষে যাবে চোরাবেনে,
এর সবুজ যৌবন তুলো ধুনি হবে
এ ক'জন ধুনারির অসৎ নীতিতে ?

একালে পুরুষ নাকি চুড়ি পরে খোঁজে
নারী-চুম্বকের টান;  মাসতুতো হিসেবে
আর নাকি জেগে ঘুম ভালোবাসে,
আখেরের থলে গোছানোর পদাঙ্কে পা রাখতে 
এরা অহোরাত্র পটু কিংবা পটীয়সী 

এই সব ইঁদুর স্বভাবী ধরতে কি নেই বিড়াল ?




0 comments:

Post a Comment