Friday, September 19, 2014

অনুপম মুখোপাধ্যায়

জিভ

কলরব। ত্রাস। এক হতে চাইছে। মাথার স্পিকার
সকলেরই
একইরকম লম্বা
আর সাদা
স্বপ্নদৃশ্যের চেয়ে
লম্বা হচ্ছে জিভ। যে শহরে সবচেয়ে
বেশি
লোকের বাস, সেই গ্রামেই
বায়োস্কোপ সাইলেন্ট হতে চাইছে
জীবিকা পেরিয়ে
লাফিয়ে আসছে মানুষ। পশু। জন্তু থাকছে
না

  
সবার উপরে
আঙুলকে যে এড়িয়ে যাচ্ছে চাঁদ, তার চোখ এবং
চশমার গপ্পো শুনছে কে? আমি যাচ্ছি আলোর বাজারে। কিনতে চাইছি
কথা। লোকসমাজের সবগুলো চোখ
যেমন
আটকে থাকছে জ্যোৎস্না আকাশে
ভাগলপুরের লোকটা কর্ণের কথা ভাবছে। কর্ণ। তার
ভাইপোর নাম
                            
একটা সিঙাড়ায় কামড় বসাচ্ছে। সিঙাড়াটা
খেতে পারছে না। একটা
বিড়িতে আগুন ধরাচ্ছে। বিড়িটা
ফুরিয়ে যাচ্ছে দ্রুত
আর রাত্তিরে লরির ধুলো
ঝলমলে হয়ে উঠছে

  
রাস্তা

তুমি নতুন দেখছ। কাছের। নতুন তোমাকে
দেখছে। দূরের
বুড়ো সেনাপতি দাঁড়িয়ে থাকছেন
রাস্তাটার ঠিক মাঝখানে। তাঁর
বুক থেকে বেরিয়ে আসছে
রক্তের ঝলক নিরুদ্দিষ্ট অহেতুক
সাদা রং ঝলমলে হয়ে থাকছে
দুপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে
পেরিয়ে যাওয়ার হাওয়া। তাঁকে
ছুঁতে পারছে না






0 comments:

Post a Comment