Friday, September 19, 2014

ভোলানাথ মাহান্তী

যন্ত্র-না

যন্ত্র রূপে যন্ত্রণা, 
রূপান্তরের অপেক্ষায় -
সেদিন বলব :
আমি যন্ত্র, যান্ত্রিকতাই ধর্ম আমার। 

কষ্ট হীন আমি, দুঃখ করে না স্পর্শ,
অগাধ পরিশ্রমী, আদেশ অপেক্ষায়,
আমি যন্ত্র, যান্ত্রিকতাই ধর্ম আমার। 

সেদিন তোমার বিফল চেষ্টা,
আমি থাকব বাক্যহীন ;
অশ্রুরোদন করে স্মৃতি চারণ,
তুমি কাটাবে তোমার দিন,
রূপান্তরের অপেক্ষায়। 

চেয়েছিলাম প্রেমের ছোঁয়া,
হানলে আঘাত,
ভাঙলে হৃদয়,
লাগলো ব্যথা মনের কোনে। 
শুনলে না তুমি একটা কথাও,
তাই হয়েছি বাক্যহীন । 

শুধু...... রূপান্তরের অপেক্ষায়।  


0 comments:

Post a Comment