রুদ্রাক্ষ
করুণা পেয়েছি তোমার,
যদিও তত ঘন শ্বাস দানা বাঁধেনি এখনও
দুরের দৃষ্টি ছুঁয়ে থাকি—
যদি সে করুণাটুকু আরও হয় ঘন,
বৃষ্টি যখন ঝরে,
শ্রাবণের জানালায় খোলা থাকে আনমন,
দূরের স্মৃতিঝাঁপ--পথ ঘাট ছুটে চলে দূরান্তে,
আমি যেন পাশটির স্থির ছায়াপথ !
যদিও তত ঘন শ্বাস দানা বাঁধেনি এখনও
দুরের দৃষ্টি ছুঁয়ে থাকি—
যদি সে করুণাটুকু আরও হয় ঘন,
বৃষ্টি যখন ঝরে,
শ্রাবণের জানালায় খোলা থাকে আনমন,
দূরের স্মৃতিঝাঁপ--পথ ঘাট ছুটে চলে দূরান্তে,
আমি যেন পাশটির স্থির ছায়াপথ !
হেসে ওঠো তুমি বিভ্রম মেঘের আড়ালে--
তবু বার্তা রেখে যায় অচিন,
বৈরাগ্য আমার মালা,
রুদ্রাক্ষ ছিঁড়ে নিয়ে আবার গেঁথেছি গলে--
কেন তুমি বারবার এঁটে দাও অর্গল ?
তবু বার্তা রেখে যায় অচিন,
বৈরাগ্য আমার মালা,
রুদ্রাক্ষ ছিঁড়ে নিয়ে আবার গেঁথেছি গলে--
কেন তুমি বারবার এঁটে দাও অর্গল ?
নির্জনতা
ভালবেসে যেটুকু দিয়ে ছিলে
আজও রাখা আছে সে বুকের নির্জনতা,
বৈশাখী ধুলো ঝড়,আষাঢ় নাববে জানি,
উত্তপ্ত পথ ঘাট মাঠ,সবুজ সান্ত্বনায়
আবার হওয়া বইবে--ফুরফুর বাতায়নে
আবার নবীন প্রেমী জোড়,
কত বসন্ত এলো গেল—
পলাশঝর দিনগুলির কথা বড় মনে পড়ে,
তবু আজ ধরে আছি গচ্ছিত সে একান্ততা। বৈশাখী ধুলো ঝড়,আষাঢ় নাববে জানি,
উত্তপ্ত পথ ঘাট মাঠ,সবুজ সান্ত্বনায়
আবার হওয়া বইবে--ফুরফুর বাতায়নে
আবার নবীন প্রেমী জোড়,
কত বসন্ত এলো গেল—
পলাশঝর দিনগুলির কথা বড় মনে পড়ে,
0 comments:
Post a Comment