Wednesday, July 9, 2014

ইন্দ্রনীল সেনগুপ্ত

তাদের কথা

বিগত বসন্তে কিছু উৎপাটিত বৃক্ষের
আশ্রয়হীন কোকিলেরা পঞ্চম সুর গাইতে পারে নি
বিগত বর্ষায় শুকনো কিছু ধানক্ষেত কান্নায় ভেঙ্গেছিল
আমি তাদের খবর রাখি নি
নিজের রূপে আত্মহারা ভেবেছি পৃথিবী আমাতে
শুরু আর আমার চৌহদ্দিতেই শেষ
এদিকে বহু শহরের ঘুম ভাঙ্গে আলো ফোটার
অনেক আগে

অন্তহীন গাড়ির মিছিলে
ইন্টারস্টেট রাস্তা জমজমাট
আমার বোধের বাইরে কত কিছু
যেমন মনি জহরত খচিত চাঁদোয়া
আকাশে মেলে দেয় প্রকৃতি
প্রতি মুহূর্তে কোন কোন ব্যক্তিগত
দুঃখ কাউকে কাউকে মুহ্যমান করে
সমুদ্রের ঢেউ ভাঙে বালিতে
আমার পা স্পর্শ করে ফিসফাস বলে যায়
অজস্র একান্ত এমন কথা আমি ভাবি গর্জন
ছুঁয়ে থাকি ভাঙা ঢেউ

আগামী বসন্তের পতনোন্মুখ বৃক্ষদের
বর্ষা ভেজা ধানক্ষেতদের
সমুদ্রের তরঙ্গ বালুকণাদের কান্না
কথা গান শুনব
উদাসী আকাশকে বলব তাদের কথা
চাঁদ ডুবে গেলে




1 comments: