Wednesday, July 9, 2014

অনিশ রায়

প্রবঞ্চন  
              
যাপিত অবসর নিঃসহায় প্রত্যাবর্তনের অ-ঘোর টানে
খুঁজে খুঁজে হারাতে চায় ধ্বস্ত সীমার কামনা

এখন তুমি, নাগপক্ষী, হিমতট ...
সবই, কেবল মনে  হয় সময়ের যন্ত্রণা

ভিড় করে আসা কুঞ্চিত বলিরেখারা
উপহাসে ; বলে, ধীর ধীরতর হয়েছে কী নক্ষত্র-যাত্রা ?

বৌদ্ধিক সমুন্নতি পেয়ে বৈশেষিক পিশাচেরা
হা-হা  রবে, তবু পান করে চলে সামাজিক স্রাব

অমৃতঅমৃত ...
রুদ্র কলরবে কেঁপে যায় ভূমিহীন দেশ

নিঃশব্দে নেমে আসে মধ্যাহ্ন মৈথুন
বৈকালিক সঙ্গীত যবনিকা টানবেনিশ্চিত

আর নয়, আর নয় ; ছিঁড়ে ফেলো তুলট লিখন
আজও ভালবাসাকে সত্য মানতে চায়, তোমার মন !




0 comments:

Post a Comment