Wednesday, July 9, 2014

দেবাশিস মুখোপাধ্যায়

রিফু  

রিফু ভুল হয়ে গেলে
সূচ হেসে ওঠে
তার ঠোঁটে রক্ত নিয়ে
তারপর শুকনো তুলে রাখে

ফ্যানভাত গেলবার পর
পাতে আঁক কষছে খোকন
লম্বা একটা ফ্ল্যাটবাড়ি
চারপাশে কোনো গাছ নেই
অথচ একটা পাখি
ইলেকট্রিক তারে

দে দোল দে দোল
রিং টোনে
কিছুই দুলছে না
রোদের আফিমে পাতারা
খানিক ঝিমিয়ে নিচ্ছে

বৃষ্টির মা
জানে
সারারাত বৃষ্টি ফেরে নি
ফিরবেও না
ফিরলেও নষ্ট মেয়ের অপবাদে
কপাল পুড়বে


একটি গল্পের ভূমিকা

জ্বর হয়েছে রাত্রির
ওষুধ তাকে দিলে
কি করে সঙ্গম আরাম পাবে
সিঁড়ি জ্যোৎস্না করে আড়ি গাইছে
বুঝে যাই কীটপতঙ্গের বাসা
ভেঙে দিয়েছে বলে মানুষ নিরাপদ নয়
মশারির জাল একটা চিঠির খাম
খুলে দিচ্ছে তারপর...
হে পাঠক এইখানে লিখো :
শেষ হয়ে হইল না শেষ



0 comments:

Post a Comment