Wednesday, July 9, 2014

ইন্সিগ্নিয়া (অভি)

আজ বৃষ্টিতে হঠাৎ ....

বৃষ্টির জন্য হঠাৎ
খোলা রাস্তায়...

সারারাত ঘুম আসে না,

আমার অপলক দৃষ্টি
তুমি অপরূপা..
প্রতিনিয়ত,

তুমি সূর্য..
আর আমি
পৃথিবীর খাতা হতে
মুছে যাওয়া প্লুটো,

উদ্দাম যৌবনে
খেলছ প্রেম প্রেম খেলা..
যৌবনের স্পর্ধা বাড়িয়ে,

আমার শালীনতা পঙ্গু করে
ভাসালে প্লাবনে...
হৃদয়ের অন্তঃপুরে বাঁধলে মোরে
কোনো হাতকড়া না পরিয়ে,

বর্ষনের অবিরাম স্রোতে ভেসে
যাওয়া খড়কুটো...

হাড় হিম করা সন্ধ্যা
পাখিদের ভুলে যাওয়া
ঘরে ফেরার গান;

উষ্ণতার জন্য..
রোমকূপে পিঁপড়ের অবাঞ্ছিত
প্রবেশ,

আজ বৃষ্টিতে হঠাৎ ...
0 comments:

Post a Comment